অকল্পনীয় ভাবে ঘটে যাওয়া একটি ঘটনা।
আমার বয়স ২৭ বছর, রিসেন্টলি একটি ব্রেক আপ হয়, বলা বাহুল্য নিজে থেকে ব্রেক আপ করতে বাধ্য হই। ব্যবসাও ঠিক মত চলছে না। আর আমরা মধ্যবিত্ত ঘরের ছেলেদের একটা রিলেশন কাটলে পরের রিলেশনে যেতে বেশ সময় লাগে। মারাত্মক ফ্রাস্টেটেড হয়ে পড়েছিলাম। একা থাকাটাও সমস্যা হয়ে উঠেছিল আবার কারোর সাথে কথা বলতেও ভালো লাগছিল না। তখন ঠিক করি যে মানালি ঘুরে আসি একা একা। জায়গাটা আমার বেশ লাগে, পাহাড়ে ঘুরে বেড়ানোর সুবাদে ওখানে অনেক বন্ধুও আছে। সাধারণত যেই হোটেলে আমি উঠি সেই হোটেলের যে ম্যানেজার সেই আমার বন্ধু। তারপর তখন মানালিতে অফ সিজন, লোকজন কম। তো গিয়ে ওই হোটেলে উঠলাম। সেখানে গিয়ে দেখি যে হোটেলে আমি বাদে আর কেউ নেই। পৌঁছতে বিকেল সন্ধে হয়ে গেলো, অনেক টা জার্নি করে এসেছি তাই আর সেদিন ড্রিংক করার ইচ্ছেও করছিল না। তাই ছাদে গিয়ে একটা সিগারেট ধরিয়ে আপন মনে পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাড়ি, তাতে রাতের অন্ধকারে আলো জ্বলছে, এমন মনোরম দৃশ্য উপভোগ করছিলাম।
এমন সময় ছাদের দরজার আওয়াজ হলো এবং অন্ধকারে বুঝলাম কোনো মহিলা ছাদে এলেন। বিশেষ পাত্তা না দিয়ে আমি আপন মনে সিগারেটের ধোঁয়া ছাড়ছি। এমনিতেই মন মেজাজ ভালো নেই, অন্য কোনো বিষয় মনও যাচ্ছে না। তো সেই মহিলা আমার থেকে কিছুটা দূরে, ছাদের পাঁচিলে দাঁড়ালেন এবং আমার দিকে ঘাড় ঘুরিয়ে আমার নাম ধরে ডাকলেন। আমি প্রথমে একটু চমকে উঠলাম, এবং তাড়াতাড়ি সিগারেট টা ফেলে উত্তর দিলাম “ম্যাম আপনি!!?”
ম্যাম : (বেশ হাসি মুখে) কেমন আছো অভিক?
আমি : (লজ্জায় মাথা নিচু করে) হ্যাঁ ম্যাম, মানে ভালো আছি। আপনি কেমন আছেন? এখন এখানে?
ম্যাম: (ব্যাপারটা বুঝতে পেরে) এই চলছে……..। আরে সিগারেট টা কোনো ব্যাপার না। আমায় একটা দাও……
আমি : ম্যাম, মনে আপনি……..
ম্যাম : আরে!! দাও তো, এখন বড় হয়ে গেছো। তুমিও ধরাও তারপর কথা হবে…..
আমি ম্যামকে একটা সিগারেট দিলাম আর একটা নিজেও নিলাম। ম্যামের সিগারেট ধরানোর স্টাইল দেখে বুঝলাম ম্যাম সিগারেট খায়।
অর্পিতা ম্যাম আমাদের বায়োলজি টিচার ছিলেন স্কুলে। অসম্ভব ভালো পড়াতেন, তেমনি ভালো মানুষ। ম্যামের প্রতি ক্রাশ আমার ছিল, সেটা ম্যাম কিছু ঘটনাক্রমে জানতেও পারেন। আসলে ম্যামের বয়স আমাদের থেকে ৭-৮ বছর বেশি। অপূর্ব সুন্দর। অবিবাহিতা। স্কলে পড়ার সময় ম্যামের প্রতি ক্রাশ তো ছিলো, কিন্তু কোনো রকমের অন্য চিন্তা মাথাতেও আসেনি। শ্রদ্ধা ছিলো আরও বেশি।
ম্যাম এই হোটেলেই উঠেছেন। তো সিগারেটে টান দিতে দিতে আমার আসার উদ্যেশ্য টাও ম্যামকে জানালাম, ম্যামের আসার উদ্যেশ্য টাও জানলাম। ম্যাম স্কুলের চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হন কিছু ইন্টার্নাল পলিটিক্সের জন্য। তবে ম্যামের যা কোয়ালিফিকেশন তাতে আরো ভালো স্কুলে ম্যাম চাকরি পেয়ে যাবেন। কিন্তু যা হয়, এত বছরের একটা টান স্কলের প্রতি। শেষে একটু মানসিক শান্তির জন্য মানালি এসেছেন।
আমার আবার মাথায় তখন ঘুরছে কি ভাবে এই বিষয়টা কাটানো যায়। কারণ ম্যাম থাকলে আমি মদ খেতে পারবো না। একদম ফেঁসে গেছি। যাইহোক সেদিনের মতো গুডনাইট জানিয়ে আমরা ছাদ থেকে নিচে নেমে নিজেদের রুমের দিকে গেলাম। নিচে নেমে দেখি ম্যাম আর আমার রুম একই ফ্লোরে। তো সেদিনের মতো বিদায় জানিয়ে যে যার রুমে চলে গেলাম।
হোটেলের বারান্দাটা বেশ চওড়া, সেখানে দুটো টেবিল আর কিছু চেয়ার পাতা। সামনেই পর্বত মালা, মানে অসাধারণ এক দৃশ্য। পরেরদিন সকালে আমি এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বারান্দায় বসে আছি পেছন থেকে আওয়াজ “গুড মর্নিং অভিক”। আমি উঠে দাড়িয়ে একটু রসিকতা করে, স্কুলে যেমন সুর টেনে টিচারদের গুড মর্নিং উইশ করতাম সেই ভাবে ম্যামকে উইশ করলাম। তাতে ম্যাম প্রচণ্ড হেঁসে উঠল। ম্যামকে এক কাপ কফি বাড়িয়ে দিলাম।
ম্যাম : তো আজকের প্ল্যান কি?
আমি : (কি বলব বুঝতে পারছি না, কাটানোর জন্যে ঢপ দেবো ভাবছি, কারণ ম্যাম থাকলে ড্রিংক করা যাবে না) না, মানে সেরকম কিছু না ওই আর কি……
ম্যাম : দেখো লুকোনোর কিছু নেই। ইফ ইউ ওয়ান্ট উই ক্যান হ্যাভ ড্রিংক টুগেদার……..
আমি : ম্যাম, আসলে আপনার সাথে ড্রিংক….. একচুয়ালি এটাই আমার ইস্যু ছিলো আর কি। ইউ নো মাই কন্ডিশন।
ম্যাম : দেখো স্কুল পাস করে গেছো অনেকদিন, সিগারেট শেয়ার করছি, ড্রিংক করব, সো ম্যাম বলিস না। দিদি বল এন্ড চিল……… দেখ তুইও চাপ কাটাতে এসেছিস, আমিও, সো একদম চাপ নিস না। আর এইসব কিছু দুজনের মধ্যেই থাকবে।
আমি : (পুরো কনফিডেন্স নিয়ে) একদম!! ঠিক আছে
ম্যাম : দে একটা সিগারেট দে।
আমি সিগারেট টা ম্যামের দিকে বাড়িয়ে দিলাম। কফি আর সিগারেট খেতে খেতে আমরা গল্প করছি এমন সময় আমার বন্ধুটা (ম্যানেজার) এসে হাজির। ও বলল যে ওর বাড়িতে একটু প্রবলেম হয়েছে, তাই ওকে কুলু যেতে হবে, আর যদি আমরা চাই তাহলে রান্নাঘরটা ব্যবহার করতে পারি। আর ও হোটেলের মেন গেটে বন্ধ করে দিয়ে যাচ্ছে আর পেছনের গেটের চাবি আমাদের দিয়ে যাচ্ছে। আর কোনো যদি অসুবিধে হয় তাহলে ওকে ফোন করতে বা পাশের মুদিখানার দোকান থেকে যেকোনো সাহায্য পেয়ে যাব। যেহেতু এখন অফ সিজন তাই টুরিস্টের চাপ নেই। আর ও কাল সকালে ফিরে আসবে। তো আমরা পুরো ব্যাপারটা বুঝে রাজি হলাম আর বন্ধু টিকে বিদায় জানালাম। এর মানে গোটা হোটেলে শুধু আমি আর ম্যাম।
তখনও অন্য কোন চিন্তা আমাকে গ্রাস করেনি।বন্ধুটি(ম্যানেজার) বিদায় নিতেই আর এক কাপ কফি হাতে ম্যাম জিজ্ঞেস করলেন।
ম্যাম : তাহলে কি খাওয়া দাওয়া বাইরে করবে না রান্না করবে?
আমি : তুমি যা বলবে অর্পিতা দি, এখানে বাজার দোকান আমার মোটামুটি চেনা আছে।
ম্যাম : তাহলে ব্রেকফাস্ট টা বাইরে সেরে, একটু ভদকা খেতে খেতে লাঞ্চ টা দুজনে মিলে বানাই আর রাতের খাবার টা নয় chopstics বা corner’s house এ করে নেবো!!?
আমি : দুটোই খুব দামী bar cum resturant গো, খুব খরচা হয়ে যাবে।
ম্যাম : আরেহ !! ওসব চিন্তা কোরো না। চিন্তা ছাড়ো লেটস এনজয়।
এই বলে ম্যাম চোখ মেরে আমার গালে আর বুকে হাত বুলিয়ে দিলো। ঠিক তখন আমার চেতনা ফিরলো। এতক্ষণ আমি ভাবের ঘোরে ছিলাম, বিভিন্ন দুশ্চিন্তায় মগ্ন, আমার সাথে কি ঘটছে তা খুব একটা খেয়াল করতে পারছিলাম না। এতদিনে এইটুকু বুঝেছি যদি কোনো মহিলা আমাকে খুব ভরসা করে বা সেই কমফোর্ট জোন টা খুজে পায়, তাহলে সে নিজে থেকেই আমাকে স্পর্শ করবে। আর আমি কখনও কোনো মেয়ে বা মহিলাকে নিজে থেকে অ্যাপ্রোচ করে উঠতে পারিনি। খুব পছন্দ হলেও পিছিয়ে এসেছি, বন্ধুত্ব হয়েছে, সেই কমফোর্ট জোন টা পেয়েছে, তাতে ওরা নিজেরাই আমাকে সেক্সে বা রিলেশনের জন্য অ্যাপ্রোচ করেছে। এই ক্ষেত্রেও ইঙ্গিত টা সেই দিকেই যাচ্ছিলো। যেটা আমার বুঝে উঠতে একটু সময় লাগলো।
কথা মত আমরা বেরোলাম, ঠিক হয়েছিল লাঞ্চে চিকেন ভাত হবে। বেরিয়ে আমরা একটু হালকা ব্রেকফাস্ট করেনিলাম।
আগেও বলেছি অর্পিতা ম্যাম অসম্ভব সুন্দর দেখতে। আমার থেকে দুই – তিন ইঞ্চি লম্বা, স্বাস্থ্য ভালো, ফর্সা, প্রচণ্ড ওয়েল মেন্টেন্ড এবং এলিগ্যান্ট। দেখে শ্রদ্ধা টাই এসেছে এতদিন। স্কুলে ম্যামকে কোনোদিন শাড়ি ছাড়া অন্য কিছু পরতে দেখিনি। শাড়ি এবং লম্বা হাতার ব্লাউজ। এখন যখন ম্যাম রেডি হলো বেরোনোর জন্যে তখন তার পরনে ডেনিম জিন্স আর একটা লাল কোয়ার্টার স্লিভ টপ। ম্যাম কে দেখেই আমি কমপ্লিমেন্ট দিলাম….
আমি : এরকম ড্রেসে তোমাকে আগে দেখিনি….. অসাধারণ লাগছে। একটু আমার আসে পাশে থেকো যাতে লোকজন একটু আমার দিকেও তাকায়……
ম্যাম : (একটু হেসে) শেষ হয়েছে? চল এবার। Smirnoff এর 750 তুলবি।
দুজনে বেরোলাম, পর পর লিস্ট অনুযায়ী বাজার করলাম। ম্যামকে একটু মানালির ম্যালে বসিয়ে ওষুধের দোকান থেকে কন্ডোমের একটা 10টার প্যাক কিনলাম। জানিনা কি হবে, কিনে রাখি পরে কোনো সময় তো কাজে লাগবে এই ভেবে। আমি ওষুধের দোকান থেকে বেরোনোর পর দেখলাম ম্যাম ও বলল কিছু ওষুধ লাগবে বলে ওষুধের দোকানে ঢুকলো আর আমি সেই সময় ভদকা টা কিনে, দুজনে ফিরে এলাম হোটেলে।
ম্যাম : তুই ফ্রেশ হয়ে নিয়ে কিচেনে আয়, ভদকা আর কোল্ড ড্রিঙ্কসটা আনবি। আমি ড্রেস টা চেঞ্জ করে আসছি।
আমি সেই মতো ঘরে এসে একটা শর্টস আর টিশার্ট পরে কিচেনে ঢুকে, দুটো গ্লাস রেডি করে দুজনের জন্য দুটো পেগ বানালাম। তখনই ম্যাম রান্না ঘরে এলো। একটা শর্টস আর একটা শর্ট স্লিভের টিশার্ট পরে। দুজনে চিয়ার্স করে শুরু করলাম, সাথে রান্নার আরেঞ্জমেন্ট, তার সাথেই চলল গল্প।
ম্যাম : তুই ব্রেক আপ টা করলি কেন?
আমি : পোশাচ্ছিল না গো। মেন্টালিটি ম্যাচ করছিল না…..
ম্যাম : সেক্স?
আমি : আমি এনজয় করতে পারছিলাম না। ও তো সেক্সের জন্যে আমাকে ছাড়তে পারছে না। বাট আমার ক্রিটেরিয়া তো শুধু সেটা নয়….
ম্যাম : একটা মেয়ে যখন সেক্সের জন্যে ছাড়তে পারছে না তার মানে খুব এনজয় করছে…….. বেচারা, তুই মেয়েটার সুখ কেড়ে নিলি।
আমি : হবে না? এরম হয়েছে যে সি কেম ফাইভ টাইমস ওয়ের আই কেম ওয়ান্স।
ম্যাম : এত স্ট্যামিনা?
আমি : আমি একচুয়ালি ওয়ার্ক আউটের মধ্যেই আছি, ফোকাস করি এন্ডুরেন্স এ। বডি বিল্ডিং আমার ঠিক পোষায় না।
ম্যাম : ড্যাটস দা থিং! আজকালকার ছেলেরা এগুলো বোঝেই না। ভাবে বাইসেপ দেখালেই মেয়ে পটে যাবে।
আমি : তোমার কি চলছে এখন? বাড়ি থেকে বিয়ের প্রেসার দিচ্ছে না?
ম্যাম : ওটা সর্টেড। বিয়ে করবো না। বাড়ির কোনো চাপ নেই।
আমি : তাহলে ইয়ে?
ম্যাম : কলেজে ছিলো। ওর বিয়ে হয়ে গেছে। তারপর রিসার্চ আর নিজের পড়াশোনা নিয়ে এত ব্যাস্ত হয়ে পড়েছি যে ওই দিকে মন নেই। বাকি তো আপনা হাত জগন্নাথ…..
দুজনে প্রায় অর্ধেক বোতল শেষ করে ফেলেছি। আমার এদিকে ড্রিঙ্কস করলেই খুব গরম লাগে। তাই টিশার্ট টা খুলে ফেলেছি। ওদিকে ম্যামের টিশার্ট টাও ঘামে ভেজা, অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর ম্যাম আপাদমস্তক আমাকে মেপে চলেছে বুঝতে পারছি। দুজনের বেশ নেশা হয়েছে। ম্যাম বলল “আমি গিয়ে চান করছি তুইও চান করে চলে আয় এক সাথে লাঞ্চ করবো”। এই বলে নিজের রুমের দিকে গেল। আমি বাসন গুলো মেজে, দুজনের প্লেট, ডিস খাবার রেডি করে নিজের রুমের দিকে এগোলাম। ম্যামের রুম ক্রস করতেই ম্যাম আমাকে পেছন থেকে ডাকলো নিজের রুমে।
আমি ঢুকলাম, ঢুকে দেখি ম্যাম তখনও স্নানে যায়নি। আমি ঘরে যেতেই ম্যাম আমার অ্যাব্সে হাত বুলিয়ে ঠোঁটে হালকা একটা চুমু খেয়ে বলল “ইউ স্মেলস রিয়েলী গুড। যা চান করে নে”। আমিও বাধ্য ছাত্রের মত কিছু না বলে ঘরে এসে চান করলাম।
দুজনে গল্প করতে করতে লাঞ্চ করে, খুব ক্যাজুয়ালি দুজন দুজনকে হাগ করে যে যার রুমে গেলাম রেস্ট নিতে। সেই সময় অনুভব করলাম, ম্যামের স্কিনটা, অসম্ভব নরম আর স্মুদ, ম্যামের গা থেকে একটা দারুন গন্ধ বেরোচ্ছে। আমি মেয়েদের এই দুটো জিনিসের প্রতি সব থেকে বেশি আকর্ষিত হয়ে পড়ি। ত্বক ও গায়ের গন্ধ। আমি এক্সপেক্ট করছিলাম এরম কিছু হবে। যাইহোক বিকেলের দিকে নেশা একটু কেটেছে, ম্যামের ঘরে গিয়ে কফি আর সিগারেট খাচ্ছি। তখন দুজনে বেশ ক্লোজ হয়ে গেছি। ম্যাম আধ সোয়া হয়ে আছে, আমি কাছে গিয়ে চোখের সামনে থেকে চুল টা কানের পাশে গুঁজে দিলাম।
ম্যাম আমার হাতে হাত বুলিয়ে দিলো। এই ছোট ছোট জিনিষ গুলো আসলে মেয়েরা চায়। কফি খেতে খেতে দুজন দুজনকে কথার ছলে বুঝিয়ে দিলাম যে আমরা একে অপরের শরীরের প্রতি এক প্রবল আকর্ষণ অনুভব করেছি। তারপর ঠিক হলো বিকেলে আমরা বেরোবো। একটা bar cum resturant এ বসে সন্ধ্যে টা কাটিয়ে ডিনার করে ফিরব। সেই মতো দুজনে রেডি হলাম।
অনেকেই ভাবছেন মানালি মানে অসম্ভব ঠান্ডা। তা একেবারেই না।
চলবে………